সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ॥ উপস্থিতি অনেক কম ॥ ইলিয়াসের বাড়ির কেন্দ্র ভোটশূন্য
নিজস্ব প্রতিবেদক : প্রতিদ্বন্দ্বীদের প্রত্যাশার চেয়ে অনেক কম ভোটারের অংশগ্রহণে সিলেটে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। অন্যদিকে বিরোধীদলের নির্বাচন প্রতিরোধের ঘোষণা স্বত্ত্বেও কোথাও বড় ধরনের কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।
সিলেটের ৬টি আসনের মধ্যে এবার কেবল সিলেট-২ ও সিলেট-৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থী দুজন করে। এর মধ্যে আবার দুজন স্বতন্ত্র প্রার্থী। অন্য দুজনের মধ্যে একজন আওয়ামী লীগের ও অন্যজন জাতীয় পার্টির। স্বতন্ত্র প্রার্থী দুজনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
অধিকাংশ ভোটকেন্দ্রে রবিবার ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে কনকনে শীত আর তীব্র কুয়াশার কারণে কিছু ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্টরা দেরি করে আসায় ভোটগ্রহণ শুরু করতে বিলম্ব ঘটে বলে জানা গেছে।
প্রতিটি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। একজন-দুজন করে এসে দ্রুত ভোট দিয়ে ফিরে যাচ্ছিলেন। তরে বেলা বৃদ্ধির সাথে সাথে ঠান্ডা ও কুয়াশা কিছুটা কমে যাওয়ায় আস্তে আস্তে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিশ্বনাথ উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় পার্টি প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর পক্ষে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মেরে ভোট দিচ্ছেন। এ ব্যাপারে কর্তব্যরত পুলিশকে জনিয়েও কোন ফল হয়নি।
No comments:
Post a Comment