আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় জিন্দাবাজার পয়েন্টে অবস্থানরত পুলিশ সদস্যরা ককটেল হামলাকারীদের লক্ষ্য করে ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। ঘটনার পর নগরীর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালালেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রত্যৰদর্শীরা জানান, একটি মোটর সাইকেল আরোহী ৩ যুবক সন্ধ্যা পৌনে ৬টার দিকে জিন্দাবাজার এলাকায় তাঁতিপাড়া গলির মুখে দাঁড়িয়ে জিন্দাবাজার সিটি সেন্টার লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এতে পথচারী ও জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।
ককটেল বিস্ফোরণের শব্দে জিন্দাবাজার পয়েন্টে অবস্থানরত পুলিশ সদস্যরা হতচকিত হয়ে ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। কিন্তু তার আগেই ককটেল নিক্ষেপকারী যুবকরা তাঁতিপাড়া হয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
ঘটনার পুলিশ তাঁতিপাড়া গলির ভেতরে অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তার নিশ্চিত হওয়া যায়নি।
নগরীর জিন্দাবাজারে ককটেল বিস্ফোরণ : পুলিশের গুলি
Monday, January 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment