এই দেশে কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলতে দেয়া হবে না : সিলেট থেকে ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির সর্বকালের সর্বাপেক্ষা বড় অর্জন অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দেশে কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলতে দেয়া হবে না। একাত্তরের চেতনায় এই অশুভ চক্রকে প্রতিহত করতেই হবে।
দেশজুড়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, তাদেরকে নির্যাতন এবং তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সিলেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়েছে।
শনিবার ১১ জানুয়ারি দুপুরে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তবে এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস। সংগঠনের মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সুব্রত চক্রবর্তী জুয়েল, আওয়ামী লীগ নেতা আব্দুল বাছিত, বাসদ নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির শোয়েব, ইসকন অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজদাস, জগৎবন্ধু মঠের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দাস, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য প্রমুখ।
পরে বের করা হয় বিশাল কালোপতাকা মিছিল। এই কালোপতাকা মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
No comments:
Post a Comment