অর্থমন্ত্রীর সিলেটের বাড়িতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ ॥ প্রতিবাদে আওয়ামী পরিবারের মিছিল
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের সিলেট মহানগরীর বাড়িতে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে।
মঙ্গলবার ৭ জানুয়ারি রাত ৯টার দিকে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা মহানগরীর ধোপাদিঘির পার এলাকায় অবস্থিত অর্থমন্ত্রীর বাড়ি হাফিজ কমপ্লেক্সে দক্ষিণ দিক থেকে ১টি ককটেল ছুঁড়ে মেরে সোবহানিঘাট এলাকার দিকে দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেলটি বাড়ির ভিতরের দিকে দেয়ালের কাছে বিস্ফোরিত হয়। তবে এতে কোন ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ ও জনপ্রশাসনের কর্মকর্তারা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে ছুটে যান।
এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন একটি প্রতিবাদ মিছিল বের করে। প্রতিবাদ মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাফিজ কমপ্লেক্সে ফিরে আসে।
এদিকে আওয়ামী লীগের জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অর্থমন্ত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা করেছেন।
No comments:
Post a Comment