আমাদের সিলেট ডটকম:
ওসমানীনগরে এক শিশুর মৃত্যুর কারণ নিয়ে জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন ভুল চিকিৎসায় আবার কেউ বলছেন নিউমোনিয়ায় মারা গেছে।
প্রথমে সংবাদ ছড়িয়ে পড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৭ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে থানার গোয়ালা বাজারের হাজী নছিব উল্লা মার্কেটে ওলিমা মেডিসিন কর্নারস’ ডা. সিরাজুল ইসলামের চেম্বারে উক্ত ঘটনাটি ঘটে। নিহত শিশু ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের খছরু মিয়ার মেয়ে মারুফা আক্তার তানিয়া (৭) মাস। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস’ল পরিদর্শন অভিযুক্ত ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে।
এদিকে ডা. সিরাজুল ইসলাম এলাকার কিছু প্রভাবশালীদের হাত করে মৃত শিশুটির অভিবাবকদের সাথে গোপন রফাদফা চেষ্টাও চালিয়ে যাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
জানা যায়, গতকাল শক্রবার বিকালে ৪ টার দিকে মোল্লাপাড়া গ্রামের খছরু মিয়া তার সাত মাস বয়সী মেয়ে মারুফাকে নিয়ে শ্বাসকষ্ট জনিত রোগের জন্য গোয়ালা বাজারস্থ ওলিমা মেডিসিন কর্নারস্থ ডা. সিরাজুল ইসলামের কাছে নিয়ে আসেন। সিরাজুল ইসলাম শিশুটিকে প্রাথমিক অবস্থায় হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই মারুফার মৃত্যু ঘটে। তাৎক্ষনিক মৃত শিশুটির অভিবাবকদের চিৎকারে পাশ্ববর্তী লোকজন ফামেসী ঘেরাও করে ডাক্তার কে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোক্ত ডাক্তারসহ শিশুটির লাশ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শিশুর পিতা খছরু মিয়া কান্না জনিত কন্ঠে জানান, আমার মেয়েটি সামান্য শ্বাস কষ্ট জনিত কারনের জন্য বিজ্ঞ ডাক্তার হিসাবে পরিচিত ডা. সিরাজুল ইসলামের কাছে নিয়ে এসে ছিলাম। কিন্তু তিনি কোন কিছু না বুঝে প্রথমেই আমার মেয়েটির পেটে ও বুকের মধ্যে হাত দিয়ে চাপা/চাপি শুরু করলে সাথে সাথে সে মৃত্যু বরন করে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ জুবের আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে থানায় অনেক লোকজন এসেছেন। কেউ বলছেন ভুল চিকিৎসায় আবার কেউ বলছেন নিউমোনিয়ায় মারা গেছে। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানীনগরে এক শিশুর রহস্যজনক মৃত্যু : ডাক্তার আটক
Friday, January 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment