ঘোষণার আগেই ফল প্রত্যাখ্যান করলেন সিলেটের ২ স্বতন্ত্র প্রার্থী

Sunday, January 5, 2014

আমাদের সিলেট ডটকম:

চূড়ান্ত ঘোষণার আগেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন সিলেটের ২ স্বতন্ত্র প্রার্থী। সিলেট জেলার যে দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই সেই আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া এই দুই প্রার্থী আজ সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা বলেছেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নামে সিলেটে যা হয়েছে, তা নিছক প্রহসন। আর এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের করা হয়েছে ‘বলির পাঠা’। তারা অভিযোগ করেন, নির্বাচনের আগের রাত থেকেই সরকারী দলের ক্যাডাররাই ককটেল, পেট্রোল বোমা ও অগ্নি সংযোগ করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দিয়েছে।

আজ সন্ধ্যায় আয়োজিত এই যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান ও সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ।

সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান অভিযোগ করেন, আজ দিনভর নির্বাচন চলাকালে প্রায় প্রতিটি কেন্দ্রেই সরকারী দলের ক্যাডাররা নিজেরা ব্যালট পেপারে সিল দিয়ে বাক্সে ঢুকিয়েছে। সকাল ১০টার দিকে বিশ্বনাথের বর্ণি প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনের কর্মকর্তারা হাতে নাতে এ অভিযোগের সত্যতা পেলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি।একই ভাবে ওসমানীনগরে সরকারী দলের লোকজনের টেবিল কাস্টের প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হন তার প্রধান নির্বাচনী এজেন্ট।মুহিবুর রহমান জানান, বিশ্বনাথে সরকারী দলের এক কর্মী দুপুরে ককটেলসহ যৌথ বাহিনীর হাতে আটক হয়েছে। এতেই প্রমাণ হয় সরকারী দলের এজেন্টরা যে বোমাবাজির সাথে জড়িত।

মুহিবুর রহমান বলেন, সারা দিনেরও নির্বাচনে সিলেট-২ আসনের ৩ উপজেলায় সবমিলিয়ে ১০ ভাগ ভোটও কাস্ট হয়নি। এ অবস্থায় যদি আমাদের বিজয়ীও করা হয়, তাহলেও আমরা সেই ফলাফল প্রত্যাখ্যান করবো।

অন্যদিকে, সিলেট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ অভিযোগ করেন, জৈন্তাপুরে তিনি বেশী ভোট পেলেও গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে সরকারী দলের প্রার্থী বর্তমান এমপি ইমরান আহমদের লোকজন ভোট কেন্দ্রে যেতে লোকজনকে প্রকাশ্যে বাধা দিয়েছে। ফলে, যে ভোট পড়েছে তা নিতান্তই নগণ্য। এ পরিস্থিতিতে সিলেট-৪ আসনের কোথাও প্রত্যাশিত ভোট হয়নি। এ অবস্থায় তিনি বিজয়ী হলেও তা প্রত্যাখ্যান করবেন বলে জানান ফারুক আহমদ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License