বানিয়াচংয়ে ডাকাত-গ্রামবাসী সংঘর্ষে এক ডাকাত নিহত ॥ আহত ১৫ জন গ্রামবাসী
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রত্যন্ত দাউদপুর গ্রামে ডাকাত-গ্রামবাসী সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ৩ জন গ্রামবাসী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
শুক্রবার ১০ জানুয়ারি দিনগত রাত ২টায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত অসিত দাশ (২৭) নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথপুর গ্রামের আফজলা দাশের ছেলে। আহত গ্রামবাসীদের মধ্যে গুলিবিদ্ধ কয়ছর মিয়া, কলিম ও লেবু মিয়া এবং রামদার কোপে আহত ওয়াসিল মিয়া, হোসেন মিয়া, গিয়াস উদ্দিন ও ছবিল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ২০/২৫ জন ডাকাত আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই গ্রামের সৌদী প্রবাসী ফজলু মিয়া ও দুবাই প্রবাসী ওয়াসির মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ঢুকে ঘরের লোকজনকে মারধোর করে নগদ ২ লাখ ১৫ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নেয়। এ সময় ফজলু মিয়ার পরিবারের এক সদস্য কৌশলে ঘর থেকে বের হয়ে গ্রামবাসীকে জানালে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে ডাকাতদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা গুলি করে পালিয়ে গেলেও তাদের একজন গ্রামবাসীর হাতে আটকা পড়ে।
আটক ডাকাতকে গণধোলাই দিয়ে বেঁধে রেখে গ্রামবাসী বানিয়াচং থানায় খবর দিলে শনিবার এসআই ধর্মজিৎ সিনহা তাকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
No comments:
Post a Comment