বড়লেখায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ ১৫ লাখ টাকার মালামাল লুট ॥ আহত গৃহকর্তা
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ভাটাউচি গ্রামের কুয়েত প্রবাসী আজির উদ্দিনের বাড়িতে শুক্রবার ১০ জানুয়ারি শেষরাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
বাড়ির লোকজন ও পুলিশ জানায়, রাত ৩টায় ১৫/২০ জনের মুখোশধারী ডাকাতদল আজির উদ্দিনের বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকে সবাইকে বেঁধে মারধর করে নগদ সাড়ে ৩ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোনসেট ও অন্যান্য সামগ্রীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ডাকাতিকালে বাঁধা দিলে ডাকাতের অস্ত্রের আঘাতে আহত হন গৃহকর্তা আজির উদ্দিন। এছাড়া ডাকাতরা গৃহকর্তার ঘরের মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে।
আশংকাজনক অবস্থায় আজির উদ্দিনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৫ দিন পর তার কুয়েত ফিরে যাওয়ার কথা ছিল। বসতবাড়ির নির্মাণ কাজ করানোর জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে তিনি সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করেন।
বড়লেখা থানাহ অফিসার ইনচার্জ আবুল হাসেম ডাকাতির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
No comments:
Post a Comment