সিলেট মহানগর বিএনপির বিবৃতি: সিলেটবাসীসহ দেশবাসী ঘৃণাভরে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে

Sunday, January 5, 2014

আমাদের সিলেট ডটকম:

১০তম জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, বর্তমান আওয়ামী সরকারের একগুঁয়েমি কারণে প্রহসনমূলক দশম জাতীয় সংসদ নির্বাচন দেশব্যাপী জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। প্রহসনমূলক দশম জাতীয় সংসদ নির্বাচন দেশব্যাপী জনগণ প্রত্যাখান করার মাধ্যমে সরকারের পরাজয় নিশ্চিত হয়েছে। এই নির্বাচন শুধু অর্থহীন, হাস্যকর ও সবার কাছে অগ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেশবাসীর কাছে ধিকৃত হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, একদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দি ও ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে। অন্যদিকে ভোটারবিহীন একদলীয় ভাগাভাগির নির্বাচনী প্রহসনের নাটক মঞ্চায়ন জাতির কাছে এক কলঙ্কময় অধ্যায় রচিত করল। নেতৃবৃন্দ বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির আন্দোলনকে দমিয়ে দিতে সরকার যৌথবাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিরাধেী দলীয় নেত্রীকে গৃহবন্দী এবং দেশব্যাপী যে নিষ্ঠুর ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে তাতে জাতি আওয়ামী সরকারের ঘৃণ্য তান্ডব প্রতিহতের ঘোষণা দিল। সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় ভাবে ব্যবহার এবং প্রশাসনযন্ত্রকে নিজেদের ইচ্ছামতো সাজিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার যে বাসনা করেছিল তা স্বতঃস্ফূর্তভাবে ‘না’ বলার মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করেছে। ভোটারের উপসি’তি বিহীন ভোটকেন্দ্রগুলোর প্রকৃত তথ্যচিত্র ইতোমধ্যেই দেশবাসীসহ গোটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দেশবাসীর প্রতি যে বার্তা দিয়েছেন তা সম্পুন্ন সময় উপযোগি হিসাবে অখ্যায়িত করে বলেন তার বক্তব্যে দেশবাসী অবলোকন করেছেন এবং সঠিক ভাবে পরীফুটিত করে তুলেছে ভোট কেন্দ্রে না গিয়ে। তিনি আরো বলেন, নির্বাচনী নাটক মঞ্চস’ করতে গিয়ে বর্তমান সরকার এখন যে নিজেদের অস্তিত্ব নিয়ে দ্বিধাগ্রস’ তা দেশবাসী ভালভাবেই বুঝতে সক্ষম। এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত সরকার সম্পূণরূপে অবৈধ। ভোটারবিহীন নির্বাচন বর্জনের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নির্বাচনকে সিলেটবাসীসহ দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করায় দেশবাসী এবং ১৮ দলের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সরকার পতন আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয়ার জন্য আমাদের চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে চলবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License