আর আলোচনা নয় আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে : লন্ডনে তারেক রহমান
লন্ডন প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১০ম জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখান করে সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাবার আহবান জানিয়েছেন।
রবিবার ৫ জানুয়ারি লন্ডন সময় রাত ১০টায় সেন্ট্রাল লন্ডনের সিজন হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
তারেক রহমান বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে প্রহসনের নির্বাচন করেছে। এটা নিতান্তই নাটক। যে নির্বাচনে ৫ শতাংশ ভোটারও উপস্থিত হয়নি সেটিকে নির্বাচন বলা যায়না। সরকারের উচিত এই মূহূর্তে ক্ষমতা ছেড়ে দেয়া। কেননা জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। বিশ্বের কোথাও এমন প্রহসনের নির্বাচন হয়নি।
তিনি বলেন, সরকারের সাথে আর কোন আলোচনা নয়, আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা হবে।
তারেক রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ২০ জনেরও বেশি নীরিহ মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিদিনই গণহত্যা হচ্ছে। এরও বিচার হবে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আর আলোচন নয়, আন্দোলনের মাধ্যমেই এর ফয়সালা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এ সালাম।
No comments:
Post a Comment