আমাদের সিলেট ডটকম:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের প্রতিহত করতে পুলিশ ২৪ শটগানের গুলি ও ১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে নির্বাচন প্রতিরোধকারী ১৮ দলের নেতকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায় ভোলাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এ সময় তাদের হামলায় আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদের এক নির্বাচনী এজেন্ট আহত হন। হামলাকারীদের প্রতিহত করতে এ সময় দায়িত্বরত পুলিশ ২৪ রাউন্ড শটগানের গুলি ও এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের বাধার প্রেক্ষিতে হামলাকারীরা ভোট কেন্দ্রের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তারা ইট পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
উভয় পক্ষে ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ফলে, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে।
খবর পেয়ে বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, হামলার প্রেক্ষিতে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
কোম্পানীগঞ্জে ভোট কেন্দ্রে হামলা পুলিশের গুলি, টিয়ারশেল
Sunday, January 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment