আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার ও হবিগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতার ঘটনা ঘটেছে।
হবিগঞ্জের বানিয়াচঙ্গে ভোটের দিন জালভোট দেয়াকে কেন্দ্র করে আজ সোমবার সকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপৰে ৩০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, জুড়ি ও বড়লেখা উপজেলায় একটি বসত বাড়ি ও একটি ইউনিয়ন ভূমি অফিসে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে বড়লেখা উপজেলা সোনারূপা চা-বাগানে ৫ নৌকা সমর্থক চা শ্রমিককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর আগে রোববার রাতে পশ্চিম জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে হামলা চালিয়ে আহত করে নির্বাচন বিরোধীরা। আহত আব্দুল কাদিরকে রাতেই ওসমানী হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আজ সকালে ঐ এলাকা থেকে সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া রোববার রাতে বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নে জনৈক কুমুদ পালের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই সময়ে তারা দৰিণ ভাগ ইউনিয়ন ভূমি অফিসেও আগুন ধরিয়ে দেয়। তবে, আগুনে বড় ধরনের কোন ৰয়ৰতি হয়নি।
এদিকে, হবিগঞ্জের বাণিয়াচঙ্গে আজ সোমবার সকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে জাতীয় পার্টি নেতাকর্মীর সংঘর্ষে ৩০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচঙ্গ উপজেলার কবিরপুর গ্রামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীর মাঝে ভোটের দিন জালভোট দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপৰে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খরর পেয়ে বাণিয়াচঙ্গ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নির্বাচনোত্তর সহিংসতা: হবিগঞ্জে আ’লীগ জাপা সংঘর্ষে আহত ৩০ ॥ মৌ’বাজারে বাড়ি ভাংচুর, ভূমি অফিসে আগুন
Monday, January 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment