আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জে ৩টি আসনের ৩ প্রার্থী ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করে নিজ নিজ এলাকায় পুনঃ নির্বাচন দাবি করেছেন। গতকাল রোববার বিকেল ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের জাপা প্রার্থী শংকর পাল, হবিগঞ্জ-৩ আসনের জাপা প্রার্থী আতিকুর রহমান আতিক এবং হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ। এতে তারা অভিযোগ করে বলেন, প্রিসাইডিং অফিসার, পুলিশের সহায়তায় তাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়ে জাল ভোট দিয়েছে আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকরা। তারা বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নিয়েছে।
সরকার দলীয় সন্ত্রাসীরা হবিগঞ্জ-২ আসনে ৪২টি, হবিগঞ্জ-৩ আসনে ৮৪টি এবং হবিগঞ্জ-৪ আসনে ৭০টি কেন্দ্র দখল করে নেয় বলেও তারা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিন প্রার্থী প্রহসনমূলক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন এবং উল্লেখিত কেন্দ্রগুলোতে পুনঃ নির্বাচন দাবি করেন।
নির্বাচন প্রত্যাখ্যান করে হবিগঞ্জের তিন আসনের ৩ প্রার্থীর সংবাদ সম্মেলন
Sunday, January 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment