আমাদের সিলেট ডটকম:
সিলেটে জামায়াতের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় মিছিল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, জামায়াতের পৰ থেকে জানানো হয়েছে আটককৃতরা জামায়াতের কর্মী নন।
আজ সকাল ১০টার দিকে নগরীর বন্দরবাজারস্থ আবু তুরাব মসজিদের সামনে জড়ো হয়ে মিছিল বের করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি বন্দরবাজার হকার্স পয়েন্টের সামনে পৌছালে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় পুলি মিছিল লৰ্য করে পুলিশ ৩ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে।জামায়াত শিবির কর্মীরাও পুলিশকে লৰ্য করে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে।এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় বন্দরবাজার এলাকা থেকে ৩ জনকে আটক করে পুলিশ।
তবে, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফখরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা জামায়াতের কর্মী নন।
এদিকে, ১৮ দলের ডাকা হরতালের সমর্থনের সকালে জেলা ও মহানগর ১৮ দল নগরীর বন্দরবাজার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপি জেলা ও মহানগর ১৮ দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
১৮ দলের হরতালের কারণে আজো সিলেট নগরীতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্দ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠানও। হরতালের কারণে, দূরপালৱার কোন যানবাহন বাস টার্মিনাল ত্যাগ করেনি। নগরীতে পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি বিজিবিও টহল দিচ্ছে। নগরীর হুমায়ুন রশিদ চত্বরসহ বিভিন্ন স্থানে এখনো সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
সিলেটে জামায়াতের মিছিলে পুলিশের লাঠিচার্জ : গ্রেফতার ৩
Tuesday, January 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment