সিলেটে ৬১০ জন প্রতিবন্ধীর মধ্যে কম্বল ও টুপি বিতরণ করলো ব্যাংক আল-ফালাহ
সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের প্রতিবন্ধীদের মধ্যে ব্যাংক আল-ফালাহ লিমিটেড প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ১১ জানুয়ারি সন্ধ্যায় ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে কম্বল ও টুপি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, যথাযথ সহযোগিতা পেলে প্রতিবন্ধীরা বোঝা না হয়ে জাতির সম্ভাবনায় পরিণত হতে পারে। বিত্তবান ও কর্পোরেট হাউসগুলো এগিয়ে এলে তাদের শারীরিক ও মানসিক সমস্যা অনেকটাই সারিয়ে তোলা সম্ভব। ব্যাংক আল-ফালাহর মতো অন্য ব্যাংকগুলোরও এমন উদ্যোগ নেয়া উচিত। সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী যে তালিকা তৈরি করেছেন এর ধারাবাহিকতায় পরবর্তী কার্যক্রম এগিয়ে নেয়া হলে ৫নং ওয়ার্ড মডেল ওয়ার্ডে পরিণত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক গণপরিষদ সদস্য ও আম্বরখানা বড়বাজার সমাজকল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান। অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার ইকবাল সিদ্দিকী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি বাংলানিউজ আপডেট সম্পাদক ও প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহ, প্রবাসী কমিউনিটি নেতা ড. নেছার আহমদ কায়সার ও বড়বাজার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। ব্যাংক আল-ফালাহর সিলেট শাখার ব্যবস্থাপক কামরান আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক আল-ফালাহর কর্মকর্তা মো. আশফাক রাজা চৌধুরী, মরিয়ম নাহার ফাহমি, সঞ্জয় মজুমদার, শ্যামল চন্দ্র কর, পার্থ সারথি, সৈয়দা ফাহমিদা বুরহান, একেএম ফাহিমুর রেজা চৌধুরী, মো. ইনু মিয়া, অভিজিত সরকার ও কবীর আলম।
৫নং ওয়ার্ডে ৬১০জন প্রতিবন্ধীর মধ্যে কম্বল ও টুপি বিতরণ করা হয়। এর আগে ব্যাংক আল-ফালাহর উদ্যোগে ১৫, ১৭, ১৮ ও ২২নং ওয়ার্ডের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
No comments:
Post a Comment