আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর ধোপাদীঘির পাড়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর বন্দরবাজার থেকে সোবহানীঘাট পর্যন্ত পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে একটি মোটর সাইকেল আরোহী ৩ যুবক আকস্মিকভাবে ধোপাদীঘির পাড়ে অবস্থিত ওসমানী শিশু পার্কের গেট থেকে দাঁড়িয়ে রাস্তার অপর পাশে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পৈত্রিক বাড়ি হাফিজ কমপ্লেক্সের গেইট লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপ করে। ককটেলের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের শব্দে হাফিজ কমপ্লেক্সের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা বেরিয়ে আসার আগেই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী যুবকরা।
ঘটনার পর কোর্ট পয়েন্ট এলাকা ও সোবহানীঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
No comments:
Post a Comment