শীর্ষ নিউজ, ঢাকা : সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান মারা গেছেন। শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাত ৯টা ৫৩ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন সাবেক এ প্রধান বিচারপতি।
সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন শোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেছেন, হাবিবুর রহমানের মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ব্যক্তিত্ব, অসাধারণ বিচারিক বুদ্ধিসম্পন্ন বিচারক ও রবীন্দ্র অনুরাগী জ্ঞানী ব্যক্তিকে হারাল।
খালেদা জিয়া এক শোক বার্তায় বলেন, “তার মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন ও দেশপ্রেমিক এক মহান ব্যক্তিকে হারিয়েছে।”
১৯৯৫ সালে প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন হাবিবুর রহমান। সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে তিনি ১৯৯৬ সালের তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তার অধীনে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment