আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথে নির্বাচন পরবর্তী সহিংতায় গত সোমবার ‘লাঙ্গল’ প্রতিকের সমর্থক (আ’লীগ-যুবলীগ) ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনার ঘটনায় আওয়ামী লীগ নেতা রকন মিয়া বাদি হয়ে সোমবার রাতে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও আরো ১৮-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলা নং ১। গতকাল মঙ্গলবার মামলার এজাহার নামীয় আসামী বিএনপি কর্মী আতাপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র আলতাব আলী আলতাব আলী কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
দায়েরকৃত মামলার আসামীরা হলেন- বিএনপি নেতা চন্দন মিয়া, ছুফি মিয়া, খোয়াজ আলী, আরব আলী, যুবদল নেতা কপি মিয়া, আখতার আহমদ, সাহেল মিয়া, বাবুল মিয়া, আব্দুল জব্বার, মুবারক আলী, আব্দুল কালাম, আব্দুল মুকিত, দবির আহমদ, আব্দুস ছালাম, আব্দাল মিয়া, সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ূম, ছাত্রদল নেতা মুহিবুর রহমান বাদশা, আব্দুল আজিজ।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান বলেন, হামলার ঘটনায় থানায় ১৯ জনের নাম উলেখ করে মামলা হয়েছে। অভিযুক্ত ১জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, দায়েরকৃত মামলার বাদী আওয়ামী লীগ নেতা রকন মিয়া বাড়িতে সোমবার রাতে তার খড়ের ঘরে অগ্নি সংযোগ ও ধীতপুর গ্রামের মনতু মিয়ার দোকান ঘরে র্দূবৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছে বলে জানা গেছে।
উলেখ্য, রোববার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ নেতা আমজাদ মিয়ার কথা কাটাকাটি হয়। সোমবার দুপুরে হরতালের সমর্থনে নতুনবাজারস্থ রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং ও বিক্ষোভ করতে থাকেন যুবদল নেতাকর্মীরা। এ সময় আমজাদ মিয়া গংরা পিকেটিং-এ বাঁধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে যুবদল নেতাকর্মীরা আমজাদ মিয়ার উপর হামলা চালালে আমজাদ মিয়া ও যুবলীগ কর্মী বাচ্চু মিয়া আহত হন। এ সময় উভয় পক্ষের লোকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আরো ৬জন আহত হন। এই ঘটনায় বাদী হয়ে সোমবার রাতেই আওয়ামী লীগ নেতা রকন মিয়া বাদি হয়ে বিএনপি নেতা চন্দন মিয়াকে প্রধান আসামী করে ১৯ জন নেতাকর্মীর নাম উলেখ থানায় মামলা দায়ের করেন।
বিশ্বনাথে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতার মামলা দায়ের.বিএনপি’র ১৯ নেতাকর্মী আসামী, গ্রেফতার ১
Tuesday, January 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment