মানবজমিন: নিজের ভোট দিতে না পেরে নির্বাচন বর্জন করেছেন ব্রাাহ্মণবাড়িয়া ৩ (সদর ও বিজয়নগর) আসনের জেপি মনোনীত প্রার্থী ডা. মো. ফরিদ আহমেদ। তিনি অভিযোগ করেন, সকাল সোয়া ১০ টার দিকে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি তার নিজের ভোট (নম্বর-৪৩৩) দিতে গিয়ে দেখেন তার ভোট ইতোমধ্যে দেয়া হয়ে গেছে। এর প্রতিবাদে তিনি ওই কেন্দ্রে দাড়িয়েই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ডা. ফরিদ আহমেদ বলেন, ভোট কারচুপির একটা সীমা আছে। যেভাবে কেন্দ্রে কেন্দ্রে সিল মারা হচ্ছে তা ভাবা যায়না। আমি কয়েকটি কেন্দ্র ঘুরে ভোট ছাপানোর মহোৎসব দেখেছি। প্রত্যেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment