আগৈলঝাড়ার সাহেবেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো কোন সহযোগিতা পাননি

Tuesday, January 7, 2014

আগৈলঝাড়ার সাহেবেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো কোন সহযোগিতা পাননি


অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট বাজারে অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে অর্ধশত ব্যবসায়ী মানবেতর জীবনযাপন করছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কোন সহযোগিতা পাননি তারা। ফলে পরিবার-পরিজন নিয়ে তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার ৭ জানুয়ারি দুপুরে সাহেবেরহাট বাজারে গেলে ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী সুষেন সরকার সাধু জানান, তিনি বিএডিসি ও এসিআইসহ বিভিন্ন কোম্পানির সার ও কীটনাশক বিক্রি করতেন। চলতি মৌসুমে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে মালামাল তুলেছিলেন দোকানে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বর্তমানে পোড়া ভিটার উপর পলিথিন টাঙিয়ে দিন কাটাচ্ছেন।

তিনি আরো জানান, তার মতো অনেকেই ব্যাংক, এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে দোকানে মাল তুলেছিলেন। এখন ঋণ পরিশোধের অন্য কোন উপায় না থাকায় দুশ্চিন্তায় সবার দিন কাটছে।

অগ্নিকাণ্ডে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে রাতে থাকার জায়গাটুকুও হারিয়েছেন। অনেক ব্যবসায়ীর বসতঘর পুড়ে যাওয়ায় তারা এখন অন্যের বাড়িতে পরিবার পরিজন নিয়ে রাত্রিযাপন করছেন বলে জানা গেছে।

২৯ ডিসেম্বর রাতে একটি দর্জি দোকানের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে বসতঘরসহ ৫১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণ করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License