আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজারে ৩ দিন নিখোঁজ থাকার পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম ছাদিকুর রহমান (১৮), বাড়ি উপজেলার চারখাই ইউনিয়নের জিরখাই গ্রামে। ময়নাতদন্তের বুধবার সন্ধ্যায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে ছাদিকুরের লাশ দাফন করা হয়েছে। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে থানায় মামলা হবে।
জানা যায়, ছাদিকুর রহমান পেশায় একজন গাড়ী চালক। গত শনিবার এলাকার কিছু লোক গাড়ীতে করে নিয়ে যায় ছাদিকুর রহমানকে। এরপর থেকে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার রাতে সিলেট-বিয়ানীবাজার সড়কের আঙ্গুরা রাস্তার পাশের ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, লাশ অর্ধগলিত থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না, তা বোঝা যায়নি। তিনি বলেন, ছাদিকুর রহমানের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে থানায় মামলা করবেন। এরপর তদন্ত সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিয়ানীবাজারে নিখোঁজ হওয়ার ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
Wednesday, January 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment