ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিবেকবান মানুষদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক : ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পরপর দেশজুড়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে বর্বরোচিত হামলা, ভাংচুর ও লুটপাট এবং নির্যাতনের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার বিবেকবান মানুষরা প্রতিবাদমুখর হয়ে উঠেছেন। প্রতিবাদের ঝড় উঠেছে প্রবাসেও। এছাড়া সিলেটসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
মানববন্ধন : এই অপকের্মর বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে।
কালো পতাকা মিছিল : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে জমায়েত ও কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল করবে।
বুধবার সন্ধ্যায় বন্দর বাজার ব্রহ্মমন্দির কার্যালয়ে এ উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্যের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, মহানগর শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, মহানগর সভাপতি অ্যাডভোকেট বিমান চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান রামেন্দ্র বড়ুয়া, মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, পূজা উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের মহানগর সভাপতি সান্তু দেব, শিবব্রত ভৌমিক চন্দন, চন্দন দাস, সুব্রত দেব, বিজেন দেব, প্রদীপ দেব, গোপিকা শ্যাম পুরকায়স্থ, দেবাশীষ দে বাসু, মলয় পুরকায়স্থ, শুভাংশু দে অপু, সুদীপ পুরকায়স্থ, মানিক লাল দে, শ্যামল ধর, বিপ্লব শ্যাম সুমন, অ্যাডভোকেট বিভাবষু গোস্বামী বাপ্পা, শ্যামল চন্দ, নন্দন পাল প্রমুখ।
No comments:
Post a Comment