বিশ্বনাথের পল্লীতে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ॥ ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষে ইউপি সদস্যসহ অর্থ শতাধিক আহত

Saturday, January 11, 2014

এমদাদুর রহমান মিলাদ: বিশ্বনাথের পল্লীতে জমি দখলকে কেন্দ্র করে দু’পৰের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ানপুর গ্রামের তজম্মুল আলী ও তারেক আজিজ গংদের মধ্যে। প্রায় ২ঘন্টাব্যাপী সংঘর্ষে শালিশী ব্যক্তিবর্গসহ উভয় পৰের অন্তত ৫০জন আহত হয়েছেন।

তজম্মুল আলী পৰের আহতরা হলেন- ইউপি সদস্য ফজলুর রহমান ফজলু, লুৎফুর রহমান, আজম আলী, মহব্বত আলী, রহমত আলী, আয়ূব আলী, আরশ মিয়া, সিরাজ মিয়া, রইছ আলী, সজম্মিল আলী, আলী হোসেন, আমর্বশ আলী, নুর ইসলাম। তারেক আজিজ পৰের আহতরা হলেন- তারেক আজিজ, সুরমান মিয়া, আব্দুল মছক্কির, ছকা মিয়া, আব্দুল হক, আব্দুন নুর, জয়নাল মিয়া, মৌরশ আলী, তরিকুল হক, গোলজার মিয়া, ইসলাম উদ্দিন, আশুক মিয়া, আব্দুল হান্নান, শালিশী ব্যক্তি মুছেধর গ্রামের আবুল কালাম, জয়নাল মিয়া, সাবেক ইউপি সদস্য দুদু মিয়া, মনোকুপা গ্রামের হুসিয়ার আলী। বাকি আহতদের নাম জানা জায়নি। গুর্বতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

স’ানীয় সূত্রে জানা গেছে, বাওনপুর পূর্বপাড়া গ্রামের তজম্মুল আলী ও পশ্চিমপাড়া গ্রামের তারেক আজিজ গংদের মধ্যে দীর্ঘদিন ঘরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। হঠাৎ করে গত শুক্রবার বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করেন তারেক আজিজ গংরা।এনিয়ে শুক্রবার থেকে উভয় পৰের মধ্যে উত্তজনা বিরাজ করে। এরপর বিষয়টি নিস্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশের উদ্যোগ গ্রহন করেন। উভয় পৰ শালিশের মাধ্যমে নিস্পত্তিতে সম্মত হলে গতকাল শনিবার সকালে মুরব্বিগণ জমি থেকে সকল নির্মাণ সামগ্রী সরানোর নির্দেশ দিলে দুপুর ১২টায় মুরব্বিদের উপসি’তিতেই উভয় পৰের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এতে শালিশী ব্যক্তিবর্গসহ উভয় পৰের কমপক্ষে ৫০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিস্পত্তির লৰ্যে মুরব্বিগণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

এব্যাপারে তজম্মুল আলীর পুত্র ফজলুর রহমান ফজলু মেম্বার বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর পূর্বে তাদের (তারেক আজিজ গং) কাছ থেকে ১৫ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছি। হঠাৎ করে গতকাল (শুক্রবার) ঐ জমিতে জোরপূর্বকভাবে তারা (তারেক আজিজ গং) একটি ঘর নির্মাণ করে। এরপর এলাকার মুব্বিদের কাছে আমরা বিষয়টি বিচারের মাধ্যমে নিস্পত্তিতে সম্মতি দেই ও আনামতের টাকাও প্রদান করি। আজ মুরব্বিদের সামনেই তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমিসহ আমাদের পৰের ১৫জন আহত হয়েছি।

তারেক আজিজ বলেন, ১৫শতক জমির মধ্যে আমরা তাদের কাছে (তজম্মুল আলী) ১০শতক জমি বিক্রি করেছি। জমিতে আমাদের আরো ৫শতক রয়েছে। তাই আমাদের জমিতে আমরা ঘর নির্মাণ করি। তাই তারা ৰিপ্ত হয়ে আমাদের উপর হামলা করেছে। এতে আমিসহ আমাদের পৰের কয়েকজন আহত আহত হই।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License