ইলিয়াসকে ফিরে পাওয়ার দাবিতে সিলেট-২ আসনের একটি ভোটকেন্দ্রে নির্বাচন বর্জন

Sunday, January 5, 2014

ইলিয়াসকে ফিরে পাওয়ার দাবিতে সিলেট-২ আসনের একটি ভোটকেন্দ্রে নির্বাচন বর্জন


বিশেষ প্রতিবেদক : প্রায় পৌণে ২ বছর যাবৎ নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেট-২ আসনের একটি ভোটকেন্দ্রের অন্তর্ভুক্ত ভোটাররা নির্বাচন বর্জন করেছেন। একজন ভোটারও ভোট দেননি।

সিলেট-২ আসনের আওতাভুক্ত বিশ্বনাথ উপজেলার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি এম. ইলিয়াস আলীর গ্রাম রামধানায় অবস্থিত। এই ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ১ হাজার ৯শ ১০। এরমধ্যে পুরুষ ভোটার ৯শ ৭৬ জন ও মহিলা ভোটার ৯শ ৩৪ জন; কিন্তু কোন ভোটারই সেখানে ভোট দিতে যাননি।

ওই ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের ৩জন এজেন্ট ছিলেন তারাও ভোট দেননি। তবে সেখানে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর কোন এজেন্ট ছিলেন না।

রামধানা গ্রামবাসী জানান, এম. ইলিয়াস আলী গুম হওয়ার প্রতিবাদে এবং তাকে অবিলম্বে ফিরে পাওয়ার দাবিতে তারা দলমত নির্বিশেষে ভোট দান থেকে বিরত থাকেন।

আলাপকালে রামধানা গ্রামের মছব্বির আলী বলেন, 'ইলিয়াস ভাইরে আইননা দিলে বেশি কইরা ভোট দিমুনে। না দিলে কোনুদিন আর ভোট দিতাম নায়।'

অন্যদিকে প্রিজাইডিং অফিসার বদরুল ইসলাম জানান, নির্বাচনের আগেররাতে এলাকায় প্রচুর ককটেল বিস্ফোরণসহ ব্যাপক নাশকতা চালানো হয়। তাই আতংকে কোন ভোটার ভোট দিতে আসেননি।

নির্বাচনের শেষ পর্যায়ে বিকেল ৩টার দিকে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত ৩টি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে ২টি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া একটি ককটেল বিদ্যালয় ভবনের ছাদ থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফেলে নিষ্ক্রিয় করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশের ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে অবস্থান গ্রহণকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License