বিশ্বনাথে বিশ টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও মোটর শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা সদরের পুরাতনবাজারে এ ঘটনাটি ঘটেছে। এঘটনার প্রতিবাদে মোটর শ্রমিকরা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক প্রায় আধা ঘন্টার অপরোধ করে রাখেন অন্যদিকে, ব্যবসায়ীরা প্রায় ২ঘন্টা দোকানপাঠ বন্ধ করে ধর্মঘট পালন করেন।
জানা গেছে, গতকাল সকালে মোটর শ্রমিক রনচরণ দাশ উপজেলা সদরের জগন্নাথপুর রোডে খালেদ ট্রেডার্সের আসেন একটি ব্যাটারীর এসিড বদলাতে। এসময় খালেদ ট্রেডাসের কর্মচারী আনোয়ার ২০ টাকা দাবি করেন। রণচরণ টাকা দিতে অপারগা প্রকাশ করলে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় শ্রমিক নেতা আবুল হোসেন এসে আনোয়ার মিয়া’র সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। দেখা দেয় উত্তেজনা। একপর্যায়ে দু’পক্ষে উভয় পৰের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুর্ব হয়। পরে থানা পুলিশ ঘটনাস’লে উপস্থিত হলে পরিসি’তি শান্তহয়। এই ঘটনায় মোটর শ্রমিকরা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক অবরোধ করেন ও ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে প্রায় ২ঘন্টা ধর্মঘট পালন করে।
পরে আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান মোঃ পংকি খান উপজেলা সদরের লতিফ উল্ল্লা মার্কেটে এসে পুরানবাজার বণিক কল্যান সমিতির সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক ফরমান খান, নতুনবাজার বণিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক, ময়নুর রহমান, শ্রমিক নেতা ময়না মিয়া ও ফজর আলীকে নিয়ে বিষয়টি আপোষ-মিমাংশার জন্য এক জর্বরী বৈঠক করেন। এরপর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
বিশ্বনাথে ব্যবসায়ী ও মোটর শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শ্রমিকদের সড়ক অবরোধ ॥ ব্যবসায়ীদের ধর্মঘট
Saturday, January 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment