নির্বাচন পরবর্তী সহিংসতায় বিশ্বনাথে যুবদলের হামলায় ছোটভাইসহ আ.লীগ নেতা আহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপেজলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ নেতা রোকন মিয়া ও তার ছোটভাই আমজাদ মিয়া আহত হয়েছেন।
গুরুতর আহত আমজাদ মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংসদ নির্বাচন চলাকালে ধীতপুর গ্রামে যুবদল নেতা যুবদল নেতা কপি মিয়া, সাহেল মিয়া, বাবুল মিয়া ও বাদশা মিয়ার সঙ্গে রোকন মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার ৬ জানুয়ারি দুপুরে ওসমানীনগর থানা ও বিশ্বনাথ উপজেলার সীমানা বরাবর অবস্থিত নতুনবাজারে যুবদল কর্মীরা রোকন মিয়া ও আমজাদ মিয়ার উপর হামলা চালায়।
হামলার প্রতিবাদে তাৎক্ষণিক স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল করেন।
খবর পেয়ে থানা পুলিশের এসআই মারফত আলী ও রফিক হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
No comments:
Post a Comment