আমাদের সিলেট ডটকম:
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের দুটি ছাত্রাবাসে ছাত্র শিবির কর্মীদের নামে বরাদ্দকৃত ৯টি কক্ষ ভাংচুর করেছে ছাত্রলীগ কর্মীরা।
আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে ছাত্রশিবিরের বেশ কয়েকটি ব্যানার খুলে সেগুলো আগুনে পুড়িয়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ কর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় তারা ক্যাম্পাসের সুরমা ছাত্রাবাস ও প্রতিভা ছাত্রাবাসে ছাত্রশিবির কর্মীদের নামে বরাদ্দকৃত কক্ষগুলোতে হামলা চালায়। গত প্রায় ২ বছর ধরে কক্ষগুলোর আবাসিক বাসিন্দা ছাত্রশিবির কর্মীরা ক্যাম্পাস ছাড়া হওয়ায় কক্ষগুলো বন্ধ ছিল। ছাত্রলীগ কর্মীরা তালা খুলে কক্ষগুলোর আসবাবপত্র ভাংচুর করে। তারা দুটি ছাত্রাবাসের ৯টি কক্ষ ভাংচুর করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পরে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসের মূল প্রবেশ পথে লাগানো ছাত্রশিবিরের একটি ব্যানারসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানে থাকা বেশ কয়েকটি ব্যানার খুলে এনে আগুনে পুড়িয়ে দেয়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান নেয়।
সিলেট মহানগর ছাত্রশিবিরের একটি সূত্র দাবী করেছে, ছাত্রলীগ কর্মীরা সুরমা ও প্রতিভা ছাত্রাবাসের ৯টি কক্ষে ভাংচুর ও এগুলোর মালামাল লুট করেছে। এ কক্ষগুলোর আবাসিক ছাত্ররা ছাত্রশিবিরের কর্মী ও সমর্থক।
পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রশিবির কর্মীদের কক্ষ ভাংচুর করেছে ছাত্রলীগ
Saturday, January 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment