চাকরি স্থায়ীকরণের দাবিতে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

Thursday, January 9, 2014

চাকরি স্থায়ীকরণের দাবিতে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ


altছাতক প্রতিনিধি : অবিলম্বে চাকরি স্থায়ীকরণের দাবিতে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার গাড়িচালক ও শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি দুপুরে প্রতিষ্ঠানের প্রধান ফটকে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মধ্যস্বত্বভোগী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো তাদেরকে নিয়ে ব্যবসা করছে। তাদের খাটুনির অর্থ অধিকাংশই ওইসব প্রতিষ্ঠান মালিকের পকেটে চলে যায়। এতে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের আরো অভিযোগ, শ্রম আইন অনুযায়ী প্রকৃত বেতন-বোনাস ও উৎসব ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদেরকে। ইতোমধ্যে কয়েকজন অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ী করা হয়েছে। বাকি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণে বিগত দিনে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে লাফার্জ কর্তৃপক্ষ, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়; কিন্তু মধ্যস্বত্বভোগী একটি মহল তাদের চাকরি স্থায়ীকরণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় নিয়োজিত শামছুল ইসলাম, অপু ঘোষ, শাহজাহান, বেলাল আহমদ, হেলাল মিয়া, আবু খালেদ ও মুজিবুর রহমানসহ ২৪ জন শ্রমিক ও গাড়িচালক গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম ২য় শ্রম আদালতে পৃথক আইআর মামলা দায়ের করেছেন।

মামলায় লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় নিবন্ধিত কোন ঠিকাদার নেই বলে উল্লেখ করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License