বাংলাদেশে ভোটারবিহীন সংসদ নির্বাচনে গোটা পৃথিবী অবাক হয়েছে : যুক্তরাষ্ট্র বিএনপি

Monday, January 6, 2014

বাংলাদেশে ভোটারবিহীন সংসদ নির্বাচনে গোটা পৃথিবী অবাক হয়েছে : যুক্তরাষ্ট্র বিএনপি


যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে ভোটারবিহীন সংসদ নির্বাচনে গোটা পৃথিবী অবাক। বিশ্ব মিডিয়ায় এ নির্বাচনের কড়া সমালোচনা করা হয়েছে। উৎসবের কোন আমেজ না থাকায় বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তারা আরো বলেছেন, জাপানের সাংবাদিক তাকাই ওদা ভোটকেন্দ্র ঘুরে জানিয়েছেন ভোটার উপস্থিতি হতাশাব্যঞ্জক। এমন নির্বাচন তিনি কোথায়ও দেখেননি। তাই এটাকে গ্রহণযোগ্য নির্বাচনের খেতাব দেওয়া যায় না।

যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টা ও বৈদেশিক দূত মুজিবর রহমান মজুমদার ও চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা জাহিদ এফ. সরদার সাদী বিবৃতিতে বলেন,এশিয়ান হিউম্যান রাইটস কমিশন জালিয়াতির নির্বাচন আর নির্লজ্জ নির্বাচন কমিশন মন্তব্য করে বলেছে, নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ নিজের পক্ষে নেওয়ার জন্য সরকার, পুলিশ, আধা সামরিক বাহিনী এবং গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান এমনকি নির্বাচন কমিশনসহ বেসামরিক প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করেছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বলেছে, ভোটকেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা ছিল খুবই স্বল্প। বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটের উপস্থিতি ছিলো শতকরা ১০ ভাগ পর্যন্ত। ফেয়ার ইলেকশন মনিটরিং এ্যালায়েন্স (ফেমা) বলেন, নির্বাচনে সবমিলিয়ে ১০ শতাংশেরও কম ভোটার ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ফিনানন্সিয়াল টাইমস বলেছে, বিরোধীদলহীন এ নির্বাচন পরিণত হয়েছে সহিংতা আর গ্রেফতারের নির্বাচনে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মন্তব্য করেছে বাংলাদেশে নির্বাচনের মৃত্যু বলে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী অ্যাসোসিয়েট প্রেস (এপি) বলেছে, বাংলাদেশে বিরোধীদলের বর্জনের নির্বাচনে বিরোধীদের উপর পুলিশ গুলি চালিয়েছে, যা নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছে। একই মত দিয়েছে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজও। বিবিসি বলেছে,বাংলাদেশে বিরোধীদলের বর্জনের নির্বাচনে সহিংসতা লক্ষ্য করা গেছে।

বিবৃতিতে দাবি করা হয়, একদলীয় আওয়ামী নির্বাচন খোদ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা পর্যন্ত প্রত্যাখ্যান করেছেন। এটা যে জাতির সঙ্গে তামাশা করা-দেশবাসী ভালভাবেই অবহিত। কূটনীতিকরা নির্বাচনের আগেই বলে দিয়েছেন, বিরোধীদলকে বাইরে রেখে দমন নীপিড়ন চালিয়ে নির্বাচন কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License