ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে সিলেটে সাংস্কৃতিক জোটের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ঘোষণা করা হয়েছে, একত্তরের মতো ঐক্যবদ্ধভাবে জামাত-শিবিরসহ সকল অপশক্তিকে প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসামপ্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিতেই হবে। যারা অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাদেরকে নির্মূল করতে হবে যেকোন মূল্যে। এ ক্ষেত্রে আপোসের বিন্দুমাত্র সযোগ নেই।
১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন ও তাদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট এবং তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করার মতো বর্বরোচিত কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজনীন হোসেন, সহ সভাপতি আল-আজাদ, মোকাদ্দেস বাবুল, প্রিন্স সদরুজ্জামান, সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, কবি এ. কে শেরাম , সমাজসেবী ফারুক মাহমুদ চেীধুরী, শিল্পী হিমাংশু বিশ্বাস, জামাল উদ্দিন হাসান বান্না, অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, শিল্পী রানা কুমার সিনহা, সংস্কৃতিকর্মী নিরঞ্জন দে যাদু, ছড়াকার সৈয়দ মিলু কাশেম, অধ্যাপক আব্দুল জলিল, ছড়াকার অজিত রায় ভজন, সংস্কৃতিকর্মী শামসুল বাসিত শেরো, বিভাস শ্যাম যাদন, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, সমাজসেবী
No comments:
Post a Comment