গ্লোবাল এইড ইউকে‘র ৩০০ কম্বল বিতরণ

Monday, January 6, 2014

আমাদের সিলেট ডটকম:

অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের সহযোগীতায় প্রতি বছরের মতো এবারও এগিয়ে এলো যুক্তরাজ্য ভিত্তিক সেবামুলক সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে। সংস্থার উদ্যোগে সোমবার দুপুরে নগরীর ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের ৩০০ শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও বিশেষ অতিথি যুক্তরাজ্যের চ্যানেল এস ও বাংলা টিভি-র এমডি তাজ চৌধুরী নিজে ওয়ার্ডের বিভিন্ন বস্তির ঘরে ঘরে গিয়ে কম্বলগুলো পরিবারের কর্তাদের হাতে তুলে দেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শীতার্ত অসহায় মানুষ কল্যাণে এগিয়ে আসা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের শীতার্ত মানুষের কথা চিন্তা করে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে তাদের কল্যানে এগিয়ে এসেছেন এটি মহত্বের পরিচয়। দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন দূর্যোগ পূর্ন মুহুর্তে প্রবাসীরা দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন।

তিনি আরো বলেন, এই শীতে প্রবাসীরা শীতার্ত মানুষের জন্যে পুরণো কাপড়, বা শীতবস্ত্র পাঠালে গরীব মানুষ খুব উপকৃত হবে। মেয়র গ্লোবাল এইড-র অনুদান প্রাপ্তিতে সহায়তার জন্যে চ্যানেল এস ও বাংলা টিভি-র এমডি তাজ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর সহকারী সম্পাদক সেলিম আউয়াল। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিকন্দর আলী, মহিলা কাউন্সিলর আমেনা বেগম রুমি, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার নুর আজিজ, বিশিষ্ট সমাজসেবি মিজান আজিজ চৌধুরী সুইট, বাংলাটিভি সিলেটের প্রতিনিধি আব্দুল মালিক জাকা, গ্লোবাল এইড ট্রাস্ট ইউ কে সিলেটের কো-অডিনেটর আব্দুল বাতিন ফয়সল, হাজী আহমদ হোসেন, হাজী আব্দুল মতিন, মাহবুবুল হক চৌধুরী, আব্দুস সামাদ তুহেল, কামরুজ্জামান দীপু প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে চ্যানেল এস ও বাংলা টিভি লন্ডনের এমডি তাজ চৌধুরী বলেন, প্রবাসীরা বাংলাদেশ থেকে অনেক দুরে অবস্থান করলেও তারা সব সময় দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেন। তাই আমি দেশের শীতার্ত মানুষের কথা চিন্তা করে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকেকে বলার পর তারা তাৎক্ষণিকভাবে শীতার্ত মাুনষের সহযোগিতায় এগিয়ে এসেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই।তিনি আরো বলেন, সিলেটের শীতার্ত মানুষের কল্যাণে আরো কি কি পদক্ষেপ নেয়া যায় এ ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো।

উলে­খ্য, সিলেটে গ্লোবাল এইডের শীত বস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায় প্রথম ধাপে তিনশ কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে জেলার বিভিন্ন স্থানে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।-বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License