সিলেটে একদম ঢিলেঢালাভাবে চলছে ১৮ দলীয় জোট আহুত শেষদিনের অবরোধ
নিজস্ব প্রতিবেদক : সিলেটে রবিবার ১২ জানুয়ারি একদম ঢিলেঢালাভাবে ১৮ দলীয় জোট আহুত শেষদিনের অবরোধ কর্মসূচি চলছে।
অবরোধের কারণে মহানগরীতে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক। তবে ভারি যানবাহন চলাচল কম। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও খুব একটা নেই।
সিলেট থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক। অবশ্য ট্রেনের সময়সূচিতে হেরফের এখনো চলছে।
বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সকালে মহানগরীতে বিক্ষোভ মিছিল বের করে। করে সমাবেশ; কিন্তু ১৮ দলের জেলা ও মহানগর পর্যায়ের কোন নেতাকে রাজপথে দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে মহানগর পুলিশ গতরাতে সিলেটে মহানগর এলাকায় ১৭ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছে কোতয়ালি থানায় ২ জন, জালালাবাদ থানায় ৬ জন, বিমানবন্দর থানায় ২ জন, দক্ষিণ সুরমা থানায় ২ জন, শাহপরান থানায় ৪ জন ও মোগলাবাজার থানায় ১ জন। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২ জন ও জামাত-শিবিরের ৫ জন নেতাকর্মী রয়েছেন।
No comments:
Post a Comment