শীর্ষ নিউজ, ঢাকা : নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন রোববার। মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে এ শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রথম দিকে এ মন্ত্রিসভার আকার বড় হচ্ছে না। ছোট মন্ত্রিসভায় যাদের ইমেজ অধিকতর ভালো তারাই স্থান পাচ্ছেন। তবে দুর্নীতিবাজরা জায়গা পাচ্ছেন না নতুন মন্ত্রিসভায়।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভা গঠনের কাজ আগেই শুরু করেছেন। তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন বা পুরোনো মন্ত্রীদের মধ্যে কারা বাদ পড়বেন, সে ব্যাপারে তিনি কিছু প্রকাশ করেননি। তবে নেতারা আভাস পেয়েছেন, পুরোনো মন্ত্রীদের অনেকেই বাদ পড়বেন। বিশেষ করে যেসব মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি বা অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ আছে, সেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নতুন মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনা নেই।
দলের শীর্ষ পর্যায় থেকে জানা যায়, রাজনৈতিক সংকটকাল বিবেচনা করে অভিজ্ঞ রাজনীতিক ও অপেক্ষাকৃত ভালো ভাবমূর্তির নেতাদের মন্ত্রিসভায় নেওয়া হতে পারে।
No comments:
Post a Comment