বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান’কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ থাকে গ্রেফতার করে। গত ২৪ডিসেম্বর ১৮দলীয় জোটের মিছিল থেকে বিশ্বনাথ উপজেলা সদরে গাড়ি ভাংচুর করে নেতাকর্মীরা। এঘটনায় পুলিশ বাদি হয়ে জালাল উদ্দিন চেয়ারম্যানকে প্রধান আসামি করে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায়।
এদিকে, জালাল উদ্দিন চেয়ারম্যানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক গৌছ খান, যুগ্ম-সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, আবদুল হাই, নাজমুল ইসলাম র্বহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, দপ্তর সম্পাক বশির আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আহমদ-নুর-উদ্দিন, সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম। জামায়াতের বিবৃতিদাতারা হলেন- উপজেলা আমীর আব্দুল কাইয়ূম, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, নিজাম উদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান, সেক্রেটারী এইচ এম আক্তার ফারুক, সহকারী সেক্রেটারী ফখর্বল ইসলাম খান, মতিউর রহমান, আব্দুল মুখছিত আখতার, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন। বিবৃতিত্বে নেতৃবৃন্দ বলেন, অভিলম্ভে জালাল উদ্দিন চেয়ারম্যানকে মুক্তি না দিলে বিশ্বনাথে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষনা করা হবে।
বিশ্বনাথে বিএনপির সভাপতি জালাল চেয়ারম্যান গ্রেফতার
Saturday, January 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment