আমাদের সিলেট ডটকম:
মহানগর বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক আলহাজ্ব এমএ হক হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিগগিরই তাঁর হার্ট-এর বাইপাস (সার্জারী) অপারেশন করা হবে। তাঁর আশু সুস্থতা কামনা করে সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রেরিত এক বিবৃতিতে সিলেটবাসীর দোয়া চেয়ে বিবৃতি প্রদান করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব এমএ হকের সুস্থতা কামনা করে সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু ও সদস্য সচিব ডা. নাজমুল ইসলাম প্রমুখ।
এমএ হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দোয়া প্রত্যাশা
Monday, January 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment