আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর শিবগঞ্জ থেকে শুক্রবার সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর শাহপরান থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর প্রতিবাদে নগরীর বিভিন্ন স’ানে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিস্ফোরিত হয়েছে অন-ত ৩০টি ককটেল। শাহপরান থানার ওসি শিবেন্দ্র চন্দ্র দাস চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এর প্রতিবাদে সংগঠনটির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে পটকার বিস্ফোরণ ঘটিয়েছে।
আটককৃতরা হচ্ছে-স্বেচ্ছাসেবক দলের ২০নং ওয়ার্ড সভাপতি রায়হানুল হক রাক্কু, ইমরান সেলিম, খালেদ ও বীরেন্দ্র শর্মা বঙ্গু। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একটি সূত্র জানায়, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলসহ কয়েকটি সংগঠনের ৭দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকালে শাহপরান থানায় নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এর অংশ হিসাবে দলের নেতা-কর্মীরা শিবগঞ্জ থেকে জড়ো হয়ে শাহপরান যাওয়ার চেষ্টা চালালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ শিবগঞ্জ লামাপাড়া থেকে স্বেচ্ছাসেবক দলের তিন কর্মীকে এবং গোলাপবাগ দলের ২০ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক রাক্কুকে গ্রেফতার করে।
এদিকে, দলীয় কর্মীদের আটকের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শিবগঞ্জ, উপশহর ও বালুচর এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। বালুচরে মিছিল থেকে দুইটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া তিনটি স্থানেই প্রায় ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিবগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দলের চার নেতা আটক, প্রতিবাদে নগরীতে পুলিশের সাথে পাল্টাপাল্টি ধাওয়া : গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
Friday, January 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment