শপথ নিলেন আওয়ামী লীগের এমপিরা

Wednesday, January 8, 2014

নতুন বার্তা,ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।


প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন। পরে পর্যায়ক্রমে অন্য দলের সদস্যরা শপথ নেবেন।


এর আগে বুধবার নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের তালিকা গেজেট আকারে প্রকাশ করে। এরপরই এ গেজেট নির্বাচন কমিশন সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়।


সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী সংসদ সচিবালয় শপথের এ ব্যবস্থা নিয়েছে।


দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন প্রার্থী নির্বাচিত হওয়ায় গত ৫ জানুয়ারি সারা দেশে ১৪৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন এর মধ্যে আটটি আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অনুষ্ঠিত যশোর ১ ও ২ সংসদীয় আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ থেকে নির্বাচিত দু’জন সংসদ সদস্যকে কারণ দর্শাণোর নোটিশ করে। ফলে সব মিলিয়ে ১০ আসন বাদে নির্বাচন কমিশন ২৯০টি আসনে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License