শীর্ষ নিউজ , ঢাকা : বর্তমান সরকার নার্ভাস ফিল করছে বলে মনে করছেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, একারণেই বর্তমান সরকার তরিগড়ি করে দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ ও নির্বাচিতরা শপথ নিয়েছে। সরকারের পেছনে বিপুল পরিমাণ জনসমর্থন থাকলে সরকার তরিঘড়ি করত না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দিবাগত রাতে বেসরকারি টেলিভিশন বাংলাভিশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রোববার যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে এটি জনগণের সরকার নয়। ৫ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। ফলে এ সরকারের উপর সাধারণ মানুষের আস্থা নেই।
সম্ভাব্য নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া দাওয়াত পেলেও তিনি ওই অনুষ্ঠানে অংশ নেবেন না বলেও ঘোষণা দেন মুজাহিদুল ইসলাম সেলিম।
৫ জানুয়ারি নির্বাচনকে তথা কথিত নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। সেলিম বলেন, এখন সময় এসেছে সরকার ও বিএনপির কৌশল পরিবর্তন করা। দুই দলই কিছু ছাড় দিয়ে সমঝোতায় আসতে হবে। তা না হলে দেশে শান্তি আসবে না।
No comments:
Post a Comment