অনির্দিষ্টকালের অবরোধ চলবে: ফখরুল

Wednesday, January 8, 2014

মানবজমিন: চলমান গণআন্দোলনের অংশ হিসেবে লাগাতার অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসুচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১৮দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানান। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে। সরকার নিজেদের লোকদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে। আর এর দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর। মির্জা আলমগীর বলেন, ৫ই জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি ও দেশবাসীর স্বতঃস্ফূর্ত বর্জন এবং দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে যশোর, রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরসহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে। তিনি এই ‘পরিকল্পিত’ হামলার নিন্দা জানান। সংখ্যালঘুদের ওপর হামলা মোকাবিলা ও নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা নিতে ১৮দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে আহ্বান জানান মির্জা আলমগীর। সেই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের শাস্তিরও দাবি জানান তিনি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License