প্রায় দুবছর ধরে নিখোঁজ কাকলী পালকে ফিরে পাবার দাবিতে সিলেটে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : প্রায় দুবছর ধরে নিখোঁজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সদরের কদমতলি এলাকার কাকলী পালকে ফিরে পাবার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরে সিলেট মহনগরীর বন্দর বাজার এলাকায় সিলেট সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জেলা পরিষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিখোঁজ কাকলী পালের ভাই কল্লোল পাল সর্দার, সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম শিপার, সহ সভাপতি সুনির্মল সেন প্রমুখ।
বক্তারা এতদিনেও কাকলী পালকে খুঁজে বের করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
গোলাপগঞ্জ এমসি একাডেমির প্রাক্তন সিনিয়র শিক্ষক কানাইলাল পালের একমাত্র মেয়ে কাকলী পালকে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি বিকেলে গোলাপগঞ্জের কদমতলি চৌমুহনী থেকে বাড়ি ফেরার পথে ফুলবাড়ি পালপাড়ার রাস্তা থেকে সিলেট মহানগরীর দাড়িয়াপাড়া এলাকার উজ্জ্বল কুমার মল্লিকের ছোট ভাই বিশ্বজিৎ মল্লিক মোটর সাইকেল যোগে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অপহরণের পর তার ভাই কল্লোল পাল সর্দার বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন । মামলা নং-২৭, তারিখ ২৮.০২.১২, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩-এর ৭/৩০।
পরবর্তী সময়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মো. আলী খানের উপর এ মামলার তদন্তভার ন্যস্ত হলে তিনি আসামিদের সাথে অনৈতিক সখ্যতা গড়ে তুলেন। এর জের ধরে অপহৃতা কাকলী পাল উদ্ধারের তৎপরতা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ভিডিওচিত্র দেখতে চলমান ছবিতে ক্লিক করুন।
No comments:
Post a Comment