'ন্যায় বিচারের দাবিতে জেগে ওঠো-সোচ্চার হও' : সিলেটের মানববন্ধনে উদাত্ত আহ্বান
নিজস্ব প্রতিবেদক : মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির সহায়তায় ব্র্যাক সিলেটের উদ্যোগে 'উদ্যমে উত্তরণে শতকোটি প্রচারাভিযান ২০১৪' উদযাপন উপলক্ষে মানববন্ধন করা হয়েছে।
মহানগরীর মির্জাজাঙ্গাল পয়েন্টে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এই কর্মসূচি পালন করা হয়।
'ন্যায় বিচারের দাবিতে জেগে ওঠো-সোচ্চার হও'-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সহ বিশ্বের ১৮০টির বেশি দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা বিষয়ে গণসচেতনতা ও প্রতিরোধ গড়ার লক্ষ্যে মেজনিন কর্মসূচির প্রচারণা চলছে।
মানববন্ধনে মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আখন্দ সবাই মিলে সহিংসতার শিকার নারীর জন্য ন্যায় বিচারের দাবিতে সোচ্চার আর নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার শপথ নেয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মো. রবিউল ইসলাম, আমজাদ হোসেন, জেন্ডার ট্রেইনার সালাহউদ্দিন, আব্দুল বাতেন, এরিয়া ম্যানেজার মোস্তাফা কামাল প্রমুখ।
একই দাবিতে মহানগরীর রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীও হয়রানির বিরুদ্ধে শপথ পাঠ করেন।
No comments:
Post a Comment