নেপথ্যে উপজেলা নির্বাচন,গৃহদাহে পুড়ছে সিলেট বিএনপি!

Wednesday, February 12, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিছুতেই থামছেনা। নব গঠিত সদর উপজেলা কমিটি বাতিল এবং নতুন কমিটিকে স্বাগত জানানো নিয়ে দলটির এমন উত্তেজনার পিছনে নেপথ্যে কাজ করছে উপজেলা নির্বাচন। ওই কারনেই কমিটি গঠনকে কেন্দ্র করে বিবদমান দুপক্ষের অবস্থান আগের কোন্দলের মতো মাথাচাড়া দিয়ে উঠেছে বলে ধারনা দলের নেতাদের।

জানা গেছে, কোনভাবেই তাদের কোন্দল থামছে না। দলের একপক্ষ স্বয়ং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন শমসের মুবিন ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম। পাশাপাশি দলটির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি সৃষ্টির পাশাপাশি বিরাজ করছে চাঁপা ক্ষোভ। সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে গোপনে কমিটি বিলুপ্ত করে আহবায়ক গঠন করা নিয়ে নতুন করে সিলেট বিএনপিতে গৃহ বিবাদ শুরু হয় বলে দলীয় সূত্রে জানায়।

দলিয় সূত্রে আরো জানায়, বিএনপি সরকারের সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর মধ্যের দ্বন্দ্ব এরকমই দলের নেতাকর্মীর মধ্যে বিদ্রোহ ও বিভক্তি সৃষ্টি করেছিল। বর্তমানে সদর উপজেলা কমিটি নিয়ে আগের অবস্থার সৃষ্টি হয়েছে বলে অনেক নেতাই মনে করছেন। সিলেট জেলা কমিটিকে পাশ কাটিয়ে কমিটি করায় জেলার নেতারাও অসন্তোষ রয়েছেন কেন্দ্রের প্রতি। তার পরও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও নতুন কমিটির যুগ্ম আহবায়ক এ কে এম ততেক কামালকে শোকজ করেছে সিলেট জেলা বিএনপি।

দলীয় সূত্র জানায়, সরাসরি জেলা কমিটির নেতারা আন্দোলনের সমর্থন না করলেও কয়েকজন নেতা দলের ভিতরে চলমান ওই আন্দোলনকে প্রকাশ্যে না এসে সমর্থন দিচ্ছেন।নাম প্রকাশ করা না শর্তে বিএনপির এক-নেতা আমাদের সিলেট ডটকমকে বলেন, দলের ভিতরে কোন্দল থাকুক সেটি তিনি চাননা। তবে নিজের ফায়দা হাসিলের জন্য দলের ভিতরে বিভক্তি ধরানো উচিৎ নয়। তার মতে, দলের ত্যাগী নেতাদের কমিটিতে ভাল পদে রেখে সুন্দর একটি কমিটি উপহার দিলে দলের ভিতরে বিভক্তি দেখা দিতনা। তিনি আরো জানান, মূলত সদর উপজেলা নির্বাচনে নিজে প্রার্থী হতে কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিনকে ভুল বুজিয়ে কমিটি এনেছেন। তার হটকারী সিদ্ধান্ত প্রবীন নেতা শমসের মুবিনকে বিতর্কের মুখে ফেলেছে। কাহের শামীম নিজ বলয়ের কমিটি পেয়েছেন আর তৃনমূলে সমালোচিত করেছেন শমসের মুবিন চৌধুরীকে এমন মন্তব্যও করেছেন ওই নেতা। তবে বিষটির সাথে ভিন্নমত প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম তিনি আমাদের সিলেট ডটকমকে বলেন, কমিটি অনুমোদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী। কমিটি গঠনে তার ও শমসের মুবিনের কোন হাত নেই উল্লেখ করে তিনি জানান, কমিটি গঠনের সময় দলের সিনিয়র নেতা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন দেশের বাইরে ছিলেন। যারা কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন তারা জানেননা তারাই নিজ দলের ক্ষতি করে সরকারের ফায়দা করছেন। যারা বিদ্রোহ করছে তারা কমিটিতেও রয়েছেন বলে তিনি জানান। কাহের শামীম সদর উপজেলা নির্বাচনে প্রার্থী হতে তার হস্তক্ষেপে কমিটি অনুমোদনের অভিযোগ উঠেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারও স্বার্থ হাসিলে কমিটি ঘটন করা হয়নি, সবার সমন্বয়ে কেন্দ্র কমিটি অনুমোদন দিয়েছে।

এক প্রশ্নের জবাবে কাহের শামীম বলেন, সদর উপজেলা কমিটি ভাঙ্গার জন্য জেলা কমিটি ৮ মাস আগে কেন্দ্রের প্রতি সুপারিশ করে। কারণ সাবেক কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন থেকে দেশের বাহিরে অবস্থান ছিলেন। সাধারণ সম্পাদক তারেক কামালকে আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

এদিকে, গত ৪ ফেব্রুয়ারি সিলেট সদর উপজেলা বিএনপির ১৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি গত বৃহস্পতিবার সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি সিলেটে পৌঁছে। কমিটি ঘোষণার পরপরই ক্ষোভে ফোঁসে উঠেনে বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি (বর্তমানে নিখোঁজ) এম ইলিয়াস আলীর অনুসারীরা ও দলের তৃণমূল নেতাকর্মীরা। নব গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে শুক্রবার সিলেটে শমসের মুবিন চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও রবিবার বিক্ষোভ মিছিল ও শমসের মবিন চৌধুরীর প্রতিকৃতি ভাংচুর করে ইলিয়াসপন্থী নেতাকর্মীরা। পাশাপাশি সোমবার এ নিয়ে একটি সংবাদ সম্মেলনও করা হয়। এতে শমসের মবিন চৌধুরীকে সিলেটে দায়িত্ব থেকে প্রত্যাহার ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীমকে বহিষ্কারের দাবি জানানো হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License