জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করেছে ছাত্রলীগ
নাহিদ ইমরান শাওন, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে।
ছাত্রলীগ জাবি শাখা সংগঠনের কেন্দ্রীয় সংসদের কাছে এ সুপারিশ করেছে।
আবাসিক হলে তরুণীসহ রাত্রিযাপনের অভিযোগে জাবি ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় (টিটো) এবং শিক্ষকের গায়ে হাত উঠানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বহিষ্কৃত গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন খানকে সংগঠন থেকে বহিষ্কারের এই সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের জাবি শাখার কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় সুপারিশের এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আরো জানা গেছে, সংগঠনের কেন্দ্র বরাবর প্রেরিত জাবি ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল সাক্ষরিত এক সুপারিশপত্রে তিনটি বিষয় উল্লেখ করা হয়। এগুলো হলো, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হলে তরুণীসহ অবস্থানের বিষয়টি নিয়ে মহিতোষ রায়ের (টিটো) নাম জড়িয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় যেসব সংবাদ পরিবেশিত হয়েছে তাতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন প্রয়োজন। তদন্তকালীন সময়ে তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বহিষ্কার করতে হবে।
No comments:
Post a Comment