বিশ্বনাথে জনতার মুখোমুখি হলেন উপজেলা নির্বাচনের প্রার্থীরা ॥ উত্তর দিলেন নানা প্রশ্নের
বিশ্বনাথ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে জনতার মুখোমুখি হয়েছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। হলভর্তি ভোটারদের সামনে তারা তুলে ধরেন নিজেদের উন্নয়ন পরিকল্পনা। এ সময় অনেক প্রশ্নের উত্তরও তাদেরকে দিতে হয়।
শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্বনাথ প্রেসক্লাব ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রথমবারের মতো বিশ্বনাথে এই সংলাপের আয়োজন করে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা ২ ঘণ্টা জনতার মুখোমুখি ছিলেন একজন চেয়ারম্যান, ৪ জন পুরষ ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী; কিন্তু ২ জন চেয়ারম্যান প্রার্থী, ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনুপস্থিত ছিলেন।
বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি খালেদ মাসুদ রণির সভাপতিত্বে সংলাপে অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সদ্য প্রাক্তন সভাপতি আল-আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার পরিচালক যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির উল্লাহ ও কবি মুসা আল হাফিজ।
No comments:
Post a Comment