আমাদের সিলেট ডটকম:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে সিলেটের মদনমোহন কলেজের ‘বদমাশ’ ছাত্রনেতাদের গ্রেপ্তারে পুলিশের প্রথম অভিযানই ব্যর্থ হয়েছে। চাঁদা না পেয়ে কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের মামলায় প্রধান আসামি ছাত্রলীগের নেতা অরুণ দেবনাথকে গ্রেপ্তার করতে শুক্রবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে অরুণ পালিয়ে যান বলে জানা গেছে। শুক্রবার বিকেলে অর্থমন্ত্রী সিলেট অবস্থানকালে মদনমোহন কলেজ পরিদর্শনে গিয়ে কলেজ অধ্যক্ষের দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন। এ নির্দেশ পেয়ে রাতে মামলার প্রধান আসামি ছাত্রলীগের নেতা অরুণ দেবনাথকে গ্রেপ্তারে দক্ষিণ সুরমার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছিল সিলেট কোতোয়ালি থানার পুলিশের একটি দল। তাঁকে বাড়িতে না পেয়ে পুলিশ ফিরে এসেছে।
যোগাযোগ করলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে শনিবার বিকেলে বলেন, ‘শুক্রবার রাতে তাঁকে (অরুণ) বাড়ি ও সম্ভাব্য কিছু জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। না পেয়ে গ্রেপ্তার সম্ভব হয়নি।
স্থানীয় সাংসদ হিসেবে অর্থমন্ত্রী মদনমোহন কলেজ পরিচালনা কমিটির সভাপতি। ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাদের একটি চক্র কলেজে ভর্তি বাণিজ্য করে প্রায় ৭০ লাখ টাকা লোপাট করে। গত বছরের ২৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রী লুটপাটের এ তথ্য প্রকাশ করে ভর্তির টাকা লুটপাটকারী ছাত্রনেতাদের ‘বদমাশ’ বলে ভৎসনা করেছিলেন।
‘বদমাশ’ ছাত্রনেতাদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থ অভিযান !
Saturday, February 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment