উপজেলা নির্বাচনে দৰিণ সুরমায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জনের মনোনয়নপত্র দাখিল

Saturday, February 15, 2014

আমাদের সিলেট ডটকম:

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য দৰিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিটার্নিং অফিসার এ জেড এম নুর্বল হক ও সহকারী রিটার্নিং অফিসার, দৰিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান সরদার-এর কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন তারা হচ্ছেন-বর্তমান চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ও দৰিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাহিদ, যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি মোঃ খালেদ আহমদ, সুরমা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, বিএনপি নেতা অধ্যৰ জিলৱুর রহমান সুয়েব, প্রবাসী কমিউনিটি নেতা শাহ মোঃ রফিক ও মোঃ তৈয়্যিুবুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হচ্ছেন- উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বদর্বল ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনির্বল ইসলাম তুরন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল মুহিত কোহিনূর, ছাত্রদল নেতা মোঃ সায়াদ হোসেন সুজন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক হাফিজ মাওলানা শরীফ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামছুল ইসলাম টিটু, তালামিযে ইসলামিয়ার নেতা মোঃ ইমাদ উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, নূর্বল ইসলাম ইছন, মোঃ সেলিম আহমদ ওরফে জাবেদ আমিন সেলিম, মোঃ সালেহ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন তারা হচ্ছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মোকামদুয়ার গ্রামের বাসিন্দা লায়লা আকলাছ, বরইকান্দি কাজিরখলা গ্রামের বাসিন্দা মোছাঃ শামীম আরা পান্না, জৈনপুর গ্রামের বাসিন্দা রাজিয়া বেগম, ভাঙ্গী গ্রামের বাসিন্দা মালেকা বেগম চৌধুরী ও পূর্ব দাউদপুর গ্রামের রহিমা বেগম। উলেৱখ্য, আগামী ১৭ ফেব্র্বয়ারী, সোমবার মনোনয়নপত্র বাছাই, ২৪ ফেব্র্বয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ২৫ ফেব্র্বয়ারী প্রতীক বরাদ্দ করা হবে। এবার উপজেলা নির্বাচনে ৬৮টি কেন্দ্রে ১ লাখ, ৪৬ হাজার ৪শ’ ৬২ জন ভোটার ১৫ মার্চ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License