আমাদের সিলেট ডটকম:
উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের ২টি উপজেলায় বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার রির্টানিং অফিসার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে ৭ জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১২ জন এবং ৯ জন মহিলা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা গুলো হচ্ছে- সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলা।
জেলা নির্বাচন অফিস জানায়, সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান য়োরম্যান দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ পেয়েছেন মোটর সাইকেল, মো. ওয়াহিদুর রহমান সুফিয়ান পেয়েছেন হেলিকপ্টার, যুবলীগ নেতা মনিষ কান্তি দে মিন্টু পেয়েছেন ঘোড়া এবং রশিদ আহমেদ পেয়েছেন আনারস প্রতীক।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতীক মো. মমিন মিয়া পেয়েছেন টিউবওয়েল প্রতীক, বদরুল কাদির মো. সিহাব পেয়েছেন তালা, শাহ আলম সেরুল পেয়েছেন জাহাজ, সৈয়দ শামছুল ইসলাম পেয়েছেন টিয়া পাখি, মো. কামাল হোসেন পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব, শামীনুর রশিদ চৌধুরী পেয়েছেন উড়োজাহাজ, মো. ফেদাউর রহামান পেয়েছেন চশমা, মাসুক আহমদ পেয়েছেন মাইক, রসিদ বখত পেয়েছেন বই প্রতীক।
এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসি সিদ্দিকা পেয়েছেন হাস প্রতীক, সামিনা চৌধুরী পেয়েছেন পদ্মফুল, সৈয়দা জাহানারা বেগম পেয়েছেন ফুটবল, মোছা. হেলেনা বেগম পেয়েছেন প্রজাপ্রতি, সাবিনা পেয়েছেন কলস প্রতীক, নিগার সুলতানা পেয়েছেন বৈদ্যুতিক পাখা ।
অপরদিকে দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন আনারস প্রতীক, হাফিজুর রহমান পেয়েছেন মোটর সাইকেল প্রতীক।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. গোলাপ মিয়া পেয়েছেন উড়োজাহাজ প্রতীক, রঞ্জন কুমার রায় পেয়েছেন টিউবওয়েল, আজিত বরন তালুকদার পেয়েছেন তালা, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরী পেয়েছেন হাঁস, রীনা বেগম পেয়েছেন কলস প্রতীক ও বীনা জয়নাল পেয়েছেন সেলাই মেশিন প্রতীক।
No comments:
Post a Comment