ড. জাফর ইকবাল সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ॥ অবস্থা আশংকামুক্ত
নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবাল অসুস্থ হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার সহধর্মিনী শাবিপ্রবি পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক ড. ইয়াসমিন হক জানান, দুতিন দিন ধরে ড. মুহাম্মদ জাফর ইকবাল জ্বর ও পেটের অসুখে ভুগছিলেন। রবিবার ৯ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সিওমেক হাসপাতালে প্রথমে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার পর তাকে একটি কেবিনে স্থানান্তর করার কথা হয়েছে।
আইসিইউর কর্তব্যরত চিকিৎসক সিওমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. গৌবিন্দ কর্মকার জানান, ইতোমধ্যে ড. মুহাম্মদ জাফর ইকবালের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাকে দেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তিনি আশংকামুক্ত আছেন।
ড. ইয়াসমিন হক সিওমেক হাসপাতালের চিকিৎসাসেবার মানে ও চিকিৎসকদের কর্তব্যনিষ্ঠায় সন্তোষ প্রকাশ করেন।
ড. মুহাম্মদ জাফর ইকবালের অসুস্থতার খবর পেয়ে অনেকেই সিওমেক হাসপাতালে ছুটে যাচ্ছেন। তবে তার পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে সেখানে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকরা ড. মুহাম্মদ জাফর ইকবালের প্রচুর বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন।
No comments:
Post a Comment