আমাদের সিলেট ডটকম:
সিলেট-জকিগঞ্জ সড়কে বিয়ানীবাজার উপজেলাধীন চারখাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক জন নিহত অন্তত: ২৫ জন আহত হয়েছেন। আহতদেরকে কয়েক জনেক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৪/৫ জনকে চারখাই উপ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিয়ানীবাজার থেকে সাংবাদিক ছাদেক আহমদ আজাদ জানান, জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রী বোঝাই বাস (নং-সিলেট-জ-১১-০৬৬০) চারখাইয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের সাথে আলাপ করে জানা গেছে, চারখাই এলাকার কাকুয়ার বাজার নামক স্থানটি দিয়ে ইট ভাটার জন্য ট্রাক্টরের সাহায্যে মাটি পরিবহণ করায় রাস্তার উপর মাটির স্তর জমেছিল। আজ সকালে বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল ও কদর্মাক্ত হয়ে পড়ে। আজ রোববার সকাল ৮টার দিকে যাত্রী বোঝাই বাসটি চারখাইয়ে পৌঁছালে চালক ব্রেক কষে গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। এ সময় যাত্রীদের প্রায় সকলেই আহত হন।স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় বাসের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে। আহতদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে ওসমানী হাসপাতালে ও আরো ৪/৫ জনকে চারখাই উপস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
বিয়ানীবাজার থানার ওসি আবুল কালম আজাদ ঘটনাস্থল থেকে দুপুর ২টায় জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।
সিলেট জকিগঞ্জ সড়কের চারখাইয়ে যাত্রীবাহী বাস খাদে : নিহত ১, আহত ২৫
Sunday, February 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment