আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় জমি দখল করতে গিয়ে গভীর রাতে গোলাগুলি ঘটনায় আটক ১২ ছাত্রলীগ ক্যাডারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।আটককৃতদেরকে আজ রোববার আদালতে হাজির করে জামিন চাওয়া হলে সিলেট মহানগর হাকিম শুনানী শেষে জামিন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেল হাজতে প্ররিত ছাত্রলীগ ক্যাডারের মধ্যে রয়েছেন- মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক ইমদাদুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা হামিদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের জেষ্ঠ্য সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মাসুক আহমদ, শিপলু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোবহান আহমদ, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য সৌরভ দেব, ছাত্রলীগ কর্মী হায়দার আহমদ, জুনেদ আহমদ, মহি উদ্দিন ওরফে ফাহমি, আকরাম হোসেন ও নূরুজ্জামান।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিলেট নগরীর ইলেকট্রিক সাপৱাই সংলগ্ন যোগীটিলা এলাকায় মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খানের সাথে আরেক আওয়ামী লীগ নেতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী গুলি বর্ষণের ঘটনা ঘটায়। এ সময় ঐ ১২ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করে জনতা। এ ঘটনায় জুবের খানের স্ত্রী সেলিনা খান বাদি হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।
সাপ্লাইয়ে গভীর রাতে গুলি বর্ষণের ঘটনায় আটক ১২ ছাত্রলীগ ক্যাডারের জামিন নামঞ্জুর
Sunday, February 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment